২৮ শে জানুয়ারি, ২০২৪ রবিবার সকালে গণ বিশ্ববিদ্যালয়য়ের ফার্মেসী বিভাগ পরিদর্শন করেন বাংলাদেশ ফার্মেসী এক্রিডিটেশন ও এডুকেশন কমিটির সদস্যবৃন্দ। প্রতিনিধি দলে ছিলেন ফার্মেসী কাউন্সিলের সচিব জনাব মুহাম্মদ মাহবুবুল হক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির মহাসচিব ড. মোঃ হাসান কাউসার, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের উপ পরিচালক (প্রশাসন) জনাব মোঃ আসিফ হাসান।
সকালে সাভারের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং ফার্মেসী বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রতিনিধিদলটি ফার্মেসী বিভাগের নতুন প্রতিষ্ঠিত মেডিসিনাল প্লান্ট গার্ডেন, এনিমেল হাউস, আধুনিক যন্ত্রপাতি সজ্জিত গবেষণাগার ও সুসজ্জিত সেমিনার লাইব্রেরী এবং ক্লাসরুম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রতিনিধিদলটি ফার্মেসী বিভাগের মেডিসিনাল প্লান্ট গার্ডেন, প্রিক্লিনিক্যাল গবেষণার জন্য এনিম্যাল ল্যাবরেটরী এবং সেমিনার লাইব্রেরীর প্রশংসা করেন। প্রতিনিধিদলটি পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং ফার্মেসী বিভাগের শিক্ষকদের সাথে মত বিনিময় করে পরিদর্শনের বিষয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।