ইংলিশ ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় এর চেয়ে কম ম্যাচ খেলে দেড়শ গোল করার কীর্তি আছে শুধু নিউক্যাসল ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়েরারের। ২১২ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন ইংলিশ এই ফরোয়ার্ড।
ম্যানচেস্টার সিটির সর্বকালের সেরা গোলদাতা আগুয়েরোকে হাতছানি দিচ্ছে প্রিমিয়ার লিগে একই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। একই ক্লাবের হয়ে লিগে ১৫০ গোল করতে পেরেছেন এর আগে মোটে দুইজন। আর্সেনালের হয়ে থিয়েরি অঁরি করেন ১৭৫ গোল। আর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৮৩ গোল করে রেকর্ডটি ওয়েইন রুনির দখলে।
সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বসিত আগুয়েরো লেখেন, “এই জয়ের জন্য এবং এই দারুণ ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে নিজের ১৫০তম গোল করে আমি খুব খুশি।”
“পুরো দল ও সমর্থকদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা আরও বড় কিছুর জন্য এগিয়ে যাব।”
সাত গোল করে চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও এদেন আজারের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন আগুয়েরো।