গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

views November 25, 2024

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে ছাত্রীদের ফুটবলে রাজনীতি ও প্রশাসন বিভাগের সঙ্গে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় রাজনীতি ও প্রশাসন বিভাগ। এরপর ছেলেদের ফুটবল ফাইনালে বাংলা বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজনীতি ও প্রশাসন বিভাগ।

০৮ সেপ্টেম্বর, ২০২৪ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। এ বারের ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে ১৭টি দল এবং মেয়েদের ফুটবলে ১৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালের দিন শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল, বিভিন্ন অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে মেয়েদের ফুটবলে সেরা গোলদাতা হয়ে গোল্ডেন বুট পুরস্কার জিতে নেন রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাতীয় মহিলা ফুটবলার সাবিনা খাতুন এবং ছেলেদের মধ্যে সেরা গোলদাতা হিসেবে পুরস্কার জিতেন একই বিভাগের শিক্ষার্থী শুভ। পুরস্কার বিরতণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।
ক্যাপশন:
১. খেলোয়াড়দের সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ অন্যরা।

Other Posts

Notice