Nolam, P.O. Mirzanagar via Savar Cantonment, Ashulia, Savar, Dhaka
Mobile: 01732869379. 01716838078, 01911893688
E-mail: headeee@gonouniversity.edu.bd

ইইই বিভাগ কর্তৃক আয়োজিত “ইইই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” এর শুভ উদ্বোধন।



Posted on: Aug, 24, 2023

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ কর্তৃক আয়োজিত “ইইই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩” এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় প্রধান এবং গণ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর মো: সিরাজুল ইসলাম স্যার। পারষ্পরিক সৌহার্দ্য এবং ভাতৃত্ববোধের লক্ষে ছাত্র শিক্ষক সম্মিলিত এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।